নারীর প্রতি সহিংসতার কিছু কারণ রয়েছে। আমাদের সমাজব্যবস্থায় বিভিন্ন কাজে নারীকে সর্বদা অপারদর্শী হিসেবে পরিগণিত করা হয়। বাইরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা, বাল্যবিবাহ, বহুবিবাহ, বৃদ্ধ বয়সে বেঁচে থাকার জন্য পুরুষ সন্তানের প্রতি নির্ভরশীলতা, পারিবারে কন্যা সন্তান জন্মগ্রহনে পিতামাতার মনোবাঞ্ছনার অপূরণ এবং ক্রমাগত কন্যা সন্তান জন্মগ্রহণে পুত্র সন্তানের জন্য আগ্রহী হয়ে ওঠা প্রভৃতি সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে নারীর প্রতি সহিংসতার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
তাছাড়া যৌতুক প্রথা, পর্দাপ্রথা, নারীকে শিক্ষা থেকে বঞ্চনা, ফতোয়া প্রভৃতি সামাজিক কুপ্রথা নারী অর্থনৈতিক দুরবস্থা আমাদের দেশে যৌতুক প্রথাকে সমাজে প্রতিষ্ঠা করতে উতসাহিত করেছে। ক্রমে যৌতুকপ্রথা পরিণত হয়েছে সহিংসতার কারণ হয়ে দাড়িয়েছে।