ছয় মাসে নিজেকে পরিবর্তন করুন

ছয় মাসে নিজেকে পরিবর্তন করার ৭ টি কৌশল।

১। পর্নোগ্রালি দেখা বন্ধ করুন।

২।সকাল ৭ টার আগে ঘুম থেকে উঠুন।

৩। কোলড্রিংস খাওয়া বাদ দিন।কেবল নরমাল পানি পান করুন।

৪। প্রতিদিন একপাতা বই পড়ুন। যেমন ইসলামিক বই বা গল্পের বই যা আপনার জ্ঞানকে বৃদ্ধিতে সহায়তা করবে।

৫। সপ্তাহে পাঁচ দিন শরীর চর্চা করুন। এতে আপনার শরীর ঠিক থাকবে।

৬। জীবনের লক্ষে পৌছানোর জন্য  প্রয়োজনীয় ঝুঁকি নিন।

৭। হালাল উপায়ে অর্থ আয়ের বিভিন্ন পথ সৃষ্টির চেষ্টা করুন।

আমার উপদেশগুলো ভালো লাগলে কমেন্ট বক্সে আপনার মতামত জানান।

এ কে আজাদের সফলতার গল্প তিনি ছিলেন চ্যানেল ২৪ এর মালিক।

মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর জন্ম ও শৈশব

Mr Beast মিস্টার বিস্ট এর পরিচয় যা ইউটিউব এর রাজা বলা হয়।

Leave a Comment