পৃথিবীর প্রথম তৈরি যানবাহন।

পৃথিবীর প্রথম যানবাহন যা ১৮৮৫ সালে জার্মানীর তৈরি করা বেঞ্জ পেটেন্ট মোটরওয়াগন নামের গাড়িটি ছিল বিশ্বের প্রথম যন্ত্র চালিত গাড়ি। গাড়িটি প্রস্তুতকারক কার্ল বেঞ্জ ১৮৮৬ সালের ৩ জুলাই সর্বপ্রথম এই গাড়িটি জনসম্মুখে চালিয়ে দেখান। সে সময়ে এই গাড়িটির মূল্য ছিল ১৫০ ডলার যা বর্তমান সময়ের ৫১০০ ডলারের সমতুল্য।

 গাড়িটির সর্বোচ্চ গতি ছিল মাত্র ১৬ কিলোমিটার প্রতি ঘন্টায়। সে সময় গাড়িটির সর্বোচ্চ ১০৬ কিমি দূরত্ব অতিক্রম করার রেকর্ড ছিল। পেছনের দিকে ইঞ্জিন থাকা তিন চাকার গাড়িতে একই সাথে দুইজন যাত্রী আরোহন করতে সক্ষম ছিল।

হিন্ডারব্রান্ড এন্ড উলফমুলার নামে বিশ্বের প্রথম বিক্রি যোগ্য মোটরসাইকেল তৈরি হয় ১৮৯৪ সালে। তৎকালীন সময়ে জার্মানির মিউনিখ শহরে তৈরি হওয়া এই মোটরসাইকেলটির ওজন ছিল মাত্র ৫০ কেজি। একজন যাত্রী বহনের সক্ষম মোটরসাইকেলটির সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ৪৫ কিলোমিটার। সব মিলিয়ে মোট ২ হাজারের মতো এই মোটরসাইকেলটি প্রস্তুত করা হয়েছিল।

পৃথিবীর সর্বপ্রথম তৈরি বিমান !

ডঃ মুহাম্মদ ইউনূস এর জীবনী।

বন্যার্থদের পাশে শায়েখ আহমাদুল্লাহ

Leave a Comment