প্রতিদান কবিতা কবি জসীমউদ্দীনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তি জীবনের প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ-হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত হওয়ার সত্ত্বেও কবির কন্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙক্ষা।
কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর ও নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেন নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন।
প্রতিদান কবিতার কবি পরিচিতি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর:
১) জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: জসীমউদ্দীন ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন।

২) জসীম উদ্দীন কোন নামে অধিক পরিচিত?
উত্তর: জসীম উদ্দীন ‘পল্লীকবি’ নামে অধিক পরিচিত ছিলেন।
৩) জসীমউদ্দীনকে ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর: জসীমউদ্দীনকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি প্রদান করে।
৪) জসীমউদ্দীনের পিতার নাম কী?
উত্তর: আনসারউদ্দীন মোল্লা।
৫) জসীম উদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: জসীম উদ্দীনের জন্ম ১৯০৩ সালে।
৬) জসীমউদ্দীন কোন কলেজ থেকে বিএ পাস করেন?
উত্তর: ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে জসীমউদ্দীন বিএ পাস করেন।
৭) কবি পথে পথে কাকে খোঁজেন?
উত্তর: কবিকে যে পথের বিবাগী করেছে কবি তাকে পথে পথে খোঁজেন
৮) কবি ঘর ভাঙার প্রতিদানে কি করেছেন?
উত্তর: ঘর ভাঙার প্রতিদানে কবি ঘর বেঁধে দিতে চেয়েছেন।
৯) পরকে কবি কি করতে চেয়েছেন?
উত্তর: কবি পরকে আপন করতে চেয়েছেন।
১০) কবি কার জন্য কেঁদে বেড়ান?
উত্তর: কবি পরের জন্য কেঁদে বেড়ান ।
১১) জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: জসীমউদ্দীন ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।
১২) . প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: প্রতিদান কবিতাটি বালুচর কাব্যগ্রন্থের অন্তর্গত।।
১৩) জসীম উদ্দীনের কবিতা বিদেশী ভাষায় অনূদিত হয়েছে।
উত্তর: জসীম উদ্দীনের কাব্যগ্রন্থ ‘নকশী কাঁথার মাঠ’ বিদেশি ভাষায় অনূদিত হয়েছে।
১৪) ‘ধানখেত’ কি একটি জাতীয় মাস্টারপিস?
উত্তর: ‘ধানখেত’ একটি কাব্যগ্রন্থ।
১৫) ‘সোজন বাদিয়ার ঘাট’ কোন ধরনের রচনা?
উত্তর: ‘সোজন বাদিয়ার ঘাট’ একটি কবিতা।
প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উ:
১৬) প্রতিদান কবিতার ফুল মালঞ্চ কেমন?
উত্তর: প্রতিদান কবিতার ফুল মালঞ্চ রঙিন ফুলের সোহাগ জড়ানো ।
১৭) কবরের প্রতিদানে কবি কি দিয়েছেন?
উত্তর: কবরের প্রতিদানে কবি ফুল মালঞ্চ দিয়েছেন।
১৮) কবি কিসের প্রতিদানে ফুল দান করেন?
উত্তর: কবি কাঁটার প্রতিদানে ফুল দান করেন ।
১৯) কবি কাঁটা পেলে কি দান করেন?
উত্তর: কবি কাঁটা পেলে ফুল দান করেন ।
২০) বিষেঃভরা বাণের পরিবর্তে কবি কি দিয়েছেন?
উত্তর: বিষেঃভরা বাণের পরিবর্তে কবি বুকভরা গান দিয়েছেন।
২১) বুকে আঘাত পেলে কবি কি করেন?
উত্তর: বুকে আঘাত পেলে কবি আঘাত প্রদানকারীর জন্য কাঁদেন।
২২) কবি কোথায় আঘাত পেয়েছেন?
উত্তর: কবি বুকে আঘাত পেয়েছেন।
২৩) কবি কাকে বুকভরা গান দেওয়ার কথা বলেছেন?
উত্তর: যে কবিকে বিষেঃভরা বাণ দিয়েছে কবি তাকে বুকভরা গান দেওয়ার কথা বলেছেন।
২৪) ‘আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি এর পরবর্তী চরণ কি?
উত্তর: প্রশ্নোক্ত চরণের পরবর্তী চরণ হলোÑ ‘যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।’
২৫) আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর এই পঙক্তিটি প্রতিদান কবিতায় কত বার ব্যবহৃত হয়েছে?
উত্তর: আলোচ্য পক্তিটি প্রতিদান কবিতায় তিন বার ব্যবহৃত হয়েছে ।
২৬) কবির কূল ভেঙে দিলে কবি কি করেন?
উত্তর: কবির কূল ভেঙে দিলে কবি তার কূল বেঁধে দেন।
২৭) কবি প্রতিদান কবিতায় কি কি বেঁধে দিতে চেয়েছেন?
উত্তর: কবি প্রতিদান কবিতায় ঘর ও কূল বেঁধে দিতে চেয়েছেন।
২৮) প্রতিদান কবিতায় কি সাজানোর কথা বলা হয়েছে?
উত্তর: প্রতিদান কবিতায় সুখ সাজানোর কথা বলা হয়েছে ।
২৯) প্রতিদান কবিতায় কয়টি চরণ রয়েছে?
উত্তর: প্রতিদান কবিতায় ১৮টি চরণ রয়েছে।
৩০) কবি কেমন ফুল দিয়ে মালঞ্চ সাজিয়েছেন?
উত্তর: কবি রঙিন ফুল দিয়ে মালঞ সাজিয়েছেন।