মানবিক ফুলবলার সাদিও মানে নিজের গ্রামকে শহরে পরিণত করেছেন। নিজের টাকায় তৈরি করেছেন হাসপাতাল,স্কুল, পোস্ট অফিস ও পেট্রোল স্টেশন। শুধু হাসপাতালের জন্যই খরচ হয়েছে ৫ কোটি ৯ লাখ টাকা। আশেপাশের প্রায় ৩৪ গ্রামের মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ২ কোটি ৮০ লাখ টাকা খরচ করে বানিয়েছেন মাধ্যমিক স্কুল। এছাড়াও সেনেগালের নিজ গ্রামে 4g ইন্টারনেট এনেছেন সাদিও মানে। সাদিও মানে মনে করেন ১০ টা ফেরারি গাড়ি,২০ টি দামি ঘড়ি ব্যবহার করলে কিছুই হবে না।
নিজে দামি গাড়ে চালানের পরিবর্তে অগণিত শিক্ষার্থীর জন্য স্কুল বাসের ব্যবস্থা করে দিয়েছেন। দামি পোশাকে ওয়ারড্রোব না সাজিয়ে অসংখ্য বস্ত্রহীন মানুষকে পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। নিজে দামি রেস্টুরেন্টে না খেয়ে হাজার হাজার ক্ষুধার্ত শিশুর খাবারের ব্যবস্থা করেছেন। শত শত কোটি টাকা আয় করলেও সাদিও মানের মোবাইল ফোনটা ভাঙ্গা। বছরের পর বছর একই রকম মোবাইলফোন ব্যবহার করছেন। সাদিও মানের ছেলে বেলা খুব কষ্টে কেটেছে।
তার খেলার জন্য ভালো বুট ছিলো না, ভালো কাপড় ছিলো না, খাওয়ার মতো খাবার ছিলো না। অতি দারিদ্রতার জন্য পড়াশোনাও করতে পারেননি। তিনি এত নামি দামি প্লেয়ার হয়েও অতীতকে তিনি ভোলেননি। আপনার সেরা খেলয়ার কে নিচে কমেন্ট বক্সে জানাবেন।
ক্যাপটেন আশিক সেনা গৌরবের পুরস্কার পেলেন !