মহাদেব সাহা এর পরিচয় Mohadev Saha

Mahadev Saha মহাদেব সাহা পাবনার একজন বিখ্যাত কবি ছিলেন । তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো//

বাংলাদেশের অন্যতম প্রধান কবি মহাদেব সাহা ১৯৪৪ খ্রিস্টাব্দে ৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি পাবনা জেলার ধানঘড়া গ্রামে। তার পিতার নাম গদাধর সাহা এবং মায়ের নাম বিরাজমোহিনী সাহা। মহাদেব সাহার শিক্ষা জীবনের অধিকাংশ সময় কেটেছে বগুড়া এবং রাজশাহীতে। ১৯৬৮ খ্রিস্টাব্দে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। মহাদেব সাহার কবিতা মানবের সুখ ও দুঃখের এক চলমান উপাখ্যান। সমাজের প্রতি দায়বদ্ধতা, রাজনীতি-মনস্কতা মহাদেব সাহাকে টেনে আনে মাটি ও মানুষের কাছাকাছি।

মহাদেব সাহার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে,এই গৃহ এই সন্ন্যাস, মানব এসেছি কাছে, চাই বিষ অমরতা, ফুল কই  শুধু অস্ত্রের উল্লাস, কোথায় প্রেম সে বিদ্রোহ, বেঁচে আছি স্বপ্ন মানুষ, একবার নিজের কাছে যাই প্রভৃতি। তিনি ১৯৮৩ খ্রিস্টাব্দে বাংলা একাডেমী পুরস্কার পান। এছাড়াও তিনি ২০০১ খ্রিস্টাব্দে একুশে পদকসহ আরো বহু পুরস্কারে ভূষিত হন।

 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

চর্যাপদের পদকর্তা কতজন?

Leave a Comment