মৃত্যুর পর মানুষের আফসোগুলো, মৃত্যুর পর মানুষের আফসোগুলো
****মৃত্যুর পর মানুষ যে আফসোস করবে তার মধ্যে সবচেয়ে বেশি ৯টি আফসোস করে থাকবে। চলুন কোরআনের আলোকে জেনে নেওয়া যাক.*****
১। “ হায় ! আমি যদি মাটি হয়ে যেতাম।” -(সূরা নাবা:৪০)
২। “হায় ! যদি পরকালের জন্য কিছু করতাম।” -(সূরা ফজর:২৪)..
৩।“ হায় ! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।” -(সূরা আল-হাক্কাহ:২৫)
৪। “ হায়! আমি যদি ওকে বন্ধুরুপে গ্রহণ না করতাম।”-সূরা ফুরকান,২৮)
৫। “ হায়! আমি যদি আল্লাহ ও আল্লাহর রাসূল সা: এর আনুগত্য করতাম।”-(সূরা আহযাব:৬৬)
৬। “হায় ! আমি যদি রাসূল এর পথ অবলম্বন করতাম।” -(সূরা ফুরকান:২৭)
৭। “হায় ! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে বিরাট সফলথা লাভ করতে পারতাম।”-(সূরা আন-নিসা:৭৩)
৮) “ হায় ! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।” -(সূরা কাহফ:৪২)
******* হে রব্বুল আলামীন*** আল্লাহ আমাদের সকলকে নেহ আমল করার তৌফিক দান করুক।**** আমিন****
মৃত্যুর পর আফসোস করা একটি অদৃশ্য অনুভূতি, যা জীবনের অসীম রসস্যে হারিয়ে যায়। বহু মানুষ জীভনে কিছু করার স্বপ্ন দেখে, কিন্তু সময়ের অভাবে অথবা অবহেলায় সেগুলো বাস্তবায়িত হয় না। মৃত্যুর পরে আফসোস এক বিশাল শূন্যত মনে বাসা বাঁধে, যা আর পূর্ণ করা সম্ভব নয়।
কত কিছু বলা বাকি ছিল, কত কিছু করা বাকি ছিলো- এই বোধটি মনে ব্যথার সৃষ্টি করে। তখন বুঝতে পারি, সময়ের গুরুত্ব কতটা। একে একে চোখের সামনে ভেসে ওঠে