In countries where hijab is prohibited যেসব দেশে হিজাব পড়া  নিষিদ্ধ

In countries where hijab is prohibited যেসব মুসলিম দেশে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। বিস্তারিত.. 

যে ৫ টি দেশে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। এর কারণ ও কোন দেশে দেশে নিষিদ্ধ তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

এর তালিকার মধ্যে রয়েছে সুইজারল্যান্ড। এখানে যদি কেউ বোরকা বা মুখ ঢেকে রাখার মত পোশাক পরে তাহলে ১১ হাজার ডলার জরিমানা দিতে হয়। বাংলাদেশী মুদ্রায় যা ১৩ লাখ টাকার সমান।তারা বলে হিজাব নিষিদ্ধ করলে অপরাধীদের শনাক্তকরা সম্ভব।

তাজিকিস্তান এই তালিকার অন্তর্ভুক্ত। দেশটির ৯৬ ভাগ বাসিন্দা মুসলমান হলেও এই নিয়মটি প্রচলিত আছে। এছাড়াও রয়েছে নেদারল্যান্ডস। ২০১৯ সাল থেকে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম অমান্য করলে ১৫০ ডলার বা ১৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।

এছাড়াও রয়েছে ইতালি। ২০১৫ সালে ইতালিতে হিজাব নিষিদ্ধ নিয়ে আলাদা আইন কার্যকর করা হয়। ইতালির উত্তর পূর্বাঞ্চল লোমবাডি অঞ্চলে মুখ ঢেকে কোন প্রকার ভবন বা হাসপাতালে প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে।

হিসাব নিষিদ্ধের মধ্যে রয়েছে ফ্রান্স। হিজাবের ব্যাপারে ফ্রান্সেই সবচেয়ে বেশি কড়া আইন আছে। এছাড়া ইউরোপের আরো কিছু দেশে হিজাব নিষিদ্ধ আছে। কারণ হিসেবে তারা বলে এতে অপরাধীদের ধরতে সুবিধা হয়। মোটামুটি এই পাঁচটি দেশে হিজাব নিষিদ্ধ করা হয়েছে।

কাবা শরীফের দিকে পা রেখে ঘুমালে কি হবে?

আল্লাহ কাদের হায়াত বৃদ্ধি করেন

  আল্লাহ তাআলার বিশেষ কিছু নিয়ামত

Leave a Comment