যৌবনের গান প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর

১) প্রাবন্ধিক কোন দলে
উত্তর: প্রাবন্ধিক কমবক্তার দলে।

২) কাদের বাগী বৃষ্টিধারার মতো অবিরল ধারায় আসে?
উত্তর: বক্তৃতায় যারা দিগ্বিজয়ী তাদের বাণী বৃষ্টিধারার মতো অবিরল ধারায় আসে।

৩) কবিদের বাণী কীসের মতো বয়?
উত্তর: কবিদের বাণী ক্ষীণ ঝরনাধারার মতো বয়।

৪) লেখক কাদের বহু পশ্চাতে।
উত্তর: পদ্মা- ভাগীরথী মতো খরস্রোতা যাঁদের বানী লেখক তাঁদের বহু পশ্চাতে।

৫) লেখকের একমাত্র সম্বল কী?
উত্তর: লেখক এর একমাত্র সম্বল তরুণদের প্রতি অপরিসীম ভালোবাসা।

৬) গানের পাখিকে তাড়া করে কে?
উত্তর: গানের পাখিকে তাড়া করে বায়স-ফিতে।

৭) হাসি ও কান্নায় গান করে কে?
উত্তর: গানের পাখি হাসি ও কান্নায় গান করে।

৮) ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রবন্ধকারের কী পরিক্রমণ শেষ হয়নি?
উত্তর: ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রবন্ধকারের যৌবনের সীমা পরিক্রমণ।

৯) ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক কীসের গান গান?
উত্তর: ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখক যৌবনের গান গান।

১০) ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখকের গান কোথায় জোয়ার আনে?
উত্তর: ‘যৌবনের গান’ প্রবন্ধে লেখকের গান তারুণ্যের ভরা-ভাদরে জোয়ার আনে।

১১) ফুলের মাঝে মাটির মমতা-রসের মতো অবস্থান কাদের?
উত্তর: ফুলের মাঝে মাটির মমতা-রসের মতো অবস্থান ধ্যানীদের।

১২) ‘যৌবনের গান’ প্রবন্ধে কর্মী বলা হয়েছে কাদের?
উত্তর: যারা মানবজাতির কল্যাণ সাধনে কাজ করে তাদের কর্মী কলা হয়েছে।

১৩) ‘যৌবনের গান’ প্রবন্ধে কবি নিজেকে কীসের সাথে তুলনা করেছেন?
উত্তর: ‘যৌবনের গান’ প্রবন্ধে কবি নিজেকে পাখির সাথে তুলনা করেছেন।

১৪) ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রবন্ধকারের কার মতো গান করার স্বভাব?
উত্তর: ‘যৌবনের গান’ প্রবন্ধে প্রবন্ধকারের পাখির মতো গান করার স্বভাব।

১৫) বনের পাখির মতো গান করা কার স্বভাব?
উত্তর: বনের পাখির মতো গান করা কবির স্বভাব।

কোন বিজ্ঞানী হেলিকপ্টার আবিষ্কার করেন?

Leave a Comment