ভূমিকম্প চলাকালীন সময়ে একজন ব্যক্তির করণীয় কি? 

ভূমিকম্প চলাকালীন সময়ে একজন ব্যক্তির করণীয় হল – নিজেকে ধীরস্থির  ও শান্ত রাখা, একতলা দালান হলে দৌড়ে বাইরে চলে যাওয়া এবং কোন কিছুর লোভে ঘরে অবস্থান না করা। বাড়ির বাইরে থাকলে ঘরে প্রবেশ না করা। ঘরের ভেতরে থাকলে দ্রুত বাইরে বের হওয়া।

বহুতলা দালানের ভিতর থাকলে এবং রাতে ভূমিকম্প হলে টেবিল বা খাটের নিচে ঢুকে যাওয়া। কাচার জানা না থাকলে তা থেকে দূরে থাকা। প্রয়োজনে ঘরের কোণে বা কলামের গোড়ায় আশ্রয় নেওয়া। ঘরের বাইরে থাকলে বাহিরে অবস্থান করা।

ঘরের বাইরে থাকলে দালান, বড় গাছ, বিদ্যুৎ ও গ্যাস লাইন থেকে দূরে থাকা। উচু দালান থেকে, জানালা বা ছাদ থেকে লাফ দিয়ে নামার চেষ্টা না করা। রাস্তার উপর গাড়িতে থাকলে গাড়ি না চালিয়ে ইঞ্জিন বন্ধ করে রাখা। পাহাড়, উঁচু খাদ বা ঢালু জমিতে ভূমিধসের সম্ভাবনা থাকে। এসব স্থান থেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া।

http://Select জর্জ ওয়াশিংটন এর গল্প

http://স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য

http://পরিবেশের ওপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব কি?

Leave a Comment