বাংলাদেশকে জনবহুল দেশ বলা হয় কারণ- বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ রাষ্ট্র। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। জনসংখ্যা বৃদ্ধির ফলে জনবসতি বৃদ্ধি পাচ্ছে। এদেশের প্রয়োজনের তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ অনেক কম।
এতে অধিক বসতি বিস্তারের ফলে এর পরিমাণ আরো কমে গিয়ে ভূমির উপর মারাত্মক চাপ সৃষ্টি করতে পারে। আমাদের দেশে এ জনসংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ায় কৃষি জমির উপর অব্যাহত চাপ পড়েছে। চাপ পড়েছে বাড়ি ঘর নির্মাণের জন্য উপযুক্ত জমির উপর।
বস্তুত বাংলাদেশ ইতোমধ্যে গ্রাম এবং শহরে বাসস্থান সমস্যা দেখা দিয়েছে। পক্ষান্তরে, কৃষি জমিগুলো উত্তরাধিকারীদের মধ্যে বন্টিত হতে হতে খন্ড খন্ড হয়ে যাচ্ছে। আর এ খন্ডিত জমিতে উন্নত মানের চাষাবাদের হয় না।
অর্থাৎ, ভূমি একত্রিভূতকরণে বৈজ্ঞানিক চাষাবাদ সম্ভব হয়ে উঠছে না। এ জনবসতি বৃদ্ধির জন্য বহু আবাদি জমিতে ঘরবাড়ি, রাস্তাঘাট, এবং নৃত্য প্রয়োজনীয় আসবাবপত্রের জন্য, প্রতিনিয়ত চাষের জমিকে বাসযোগ্য জমিতে রূপান্তর করা হচ্ছে। এর ফলে পাহাড় কেটে ফেলছে বোন জঙ্গল নির্ধারণ হচ্ছে এবং কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে।