রুপান্তরিত প্লাস্টিড কী?

রুপান্তরিত প্লাস্টিড-যেসব প্লাস্টিডের কারণে উদ্ভিদ দেহে বর্ণের পরিবর্তন হয় তাদেরকে রূপান্তরিত প্লাস্টিড বলা হয়। লিউকোপ্লাস্ট এক ধরনের রূপান্তরিত প্লাস্টিড। প্রত্যেকটা উদ্ভিদের এক সময় এ প্লাস্টিক দেখা যায়।এরা সাধারণত বর্ণহীন। তবে আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। এর জন্যই লিউকোপ্লাস্টকে রূপান্তরিত প্লাস্টিড বলা হয়।

প্রোক্যরিওটিক সেল কি?

জীবদেহের একককে কী বলা হয়?

Leave a Comment