লর্ড রিপন তার উদারনৈতিক শাসনের জন্য বিখ্যাত। লর্ড বেন্টিংক মহীশূর রাজ্যটির ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। লর্ড রিপন পুনরায় এটি মহীশূরের হিন্দু রাজবংশের কাছে হস্তান্তর করেন। ১৮৮২ সালে তিনি পূর্ববর্তী ভাইসরয় লর্ড লিটন প্রবর্তিত সংবাদপত্র আইন (Vernacular Press Act) রহিত করে সংবাদপত্র গুলোকে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মতামত প্রয়োগের সুযোগ করে দেন। ভারতবর্ষে শিক্ষা বিস্তারের জন্য লর্ড রিপন ১৮৮২ সালে হান্টার কমিশন গঠন করেন।
লর্ড রিপন স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন (Bengal Municipal Act) এবং রাজস্ব ও প্রজাস্বত্ব আইন করেন। এছাড়া তিনি লবণ ও অন্যান্য বাণিজ্য দ্রব্যের উপর থেকে শুল্ক হ্রাস করে ভারতবাসীর প্রশংসা অর্জন করেন। তাই তিনি ভারতবাসীর জন্য ছিলেন Ripon the Good.
জিহ্বার মাধ্যমে যেসব গোনাহ হয় !