সামাজিক বিশৃঙ্খলার চরমরূপেই সামাজিক নৈরাজ্য। অর্থাত, সমাজে সামাজিক বিশৃঙ্খলা যখন চরম আকার ধারণ করে তখন সামাজিক নৈরাজ্য দেখা দেয়।
রাষ্ট্রের শাসনযন্ত্র যখন আর কাজ করে না এবং শাসনযন্ত্র ব্যক্তি বা গোষ্ঠীর আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন সমাজে রৈাজ্য দেখা দেয়। সমাজে নৈরাজ্য সৃষ্টির পেছনে বহু কারণ দায়ী।