সামাজিক মূল্যবোধের অবক্ষয় সম্পর্কে ধারণা-
ভালোমন্দ, সঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তাই সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ সমাজের মানুষের আচার-আচরণ এবং কার্যাবলিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে।
যেকোনো সমাজের রীতিনীতি, মনোভাব এবং সমাজের অন্যান্য অনুমোদিত ব্যবহারের সমন্বয়ে সামাজিক মূল্যবোধের সৃষ্টি হয়।যেমন-রড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, অতিথির প্রতি সন্মান প্রদর্শন, ছোটদের প্রতি সেন্হ,মায়ের মমতা প্রভৃতি সামাজিক মূল্যবোধের উদাহরণ। এ প্রচালিত মূল্যবোধের অবনতিই সামজিক মূল্যবোধের অবক্ষয়, যা সামাজিক অসংগতির মূল কারণ