মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর জন্ম ও শৈশব।আরব যখন চরম জাহিলিয়াতে নিমজ্জিত তখন আরবের কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর জন্ম হয়। তার পিতার নাম আব্দুল্লাহ। দাদার নাম আব্দুল মুত্তালিব। মাতার নাম আমিনা। নানার নাম ওয়াহাব। জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মোহাম্মদ। আর তার মাতার নাম রাখেন আহমাদ।
জন্মের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাত্রী মা হালিমার ঘরে লালিত-পালিত হন। হালিমা বনুসাঁদ গোত্রের লোক ছিলেন ।আর বনুস্বাদ গোত্র বিশুদ্ধ আরবিতে কথা বলত। ফলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। শৈশব কাল থেকে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর মাঝে নেয় ও ইনসাফের নাজির দেখা যায় ।তিনি ধাত্রী হালিমার একটি স্তন পান করতেন, অন্যটি তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন।
হালিমা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঁচ বছর লালন পালন করে, তার মা আমিনার নিকট রেখে যান। তার বয়স যখন ছয় বছর তখন তার মাথা ইন্তেকাল করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়লে তার লালন পালনের দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব। আর আট বছর বয়সে তার দাদাও মারা যান। এরপর লালন পালনের দায়িত্ব নেন চাচা আবু তালিব।
ইহুদি না কি মুসলিম জয় হবে । ইরান ও ইসরাইল। ইসলামের আলোকে সুদ-ঘুষের বিধান