স্বাধীন বাংলাদেশ, একতাবদ্ধ বাংলাদেশ Independent bangladesh, United bangladesh

এ এক নতুন বাংলাদেশ।মহাদুর্যোগ লক্ষ লক্ষ মানুষ যখন পানিবন্দী যুথব্ধ হয়ে তখন এগিয়ে আসছেন সারা দেশের মানুষ। লক্ষ লক্ষ মানুষ যে যেভাবে পারে হাত বাড়িয়ে দিচ্ছেন একে অন্যের বিপদে। কোন জাত নেই ,ধর্মের বিভেদ নেই, নেই শ্রেণী বৈষম্য। সবার পরিচয় একটাই বাংলাদেশ। নিজেদের এক বা দুই দিন বা আরো বেশি সময়ের বেতন বন্যার্তদের উদ্দেশ্যে দান করছেন সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান।

টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে এসে মিলছে জনস্রোত। শত শত ভলেন্টিয়ার এগিয়ে যাচ্ছে ফেনীর দিকে। হাড়ভাঙ্গা খাটনিতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী, কোষ্ট গার্ড, বিজিবি, বিমানবাহিনী বেসরকারি প্রতিষ্ঠান, নানা সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগ। ফ্রি মিনিট ও ডেটা দিচ্ছে টেলিকম কোম্পানিগুলো। এই মুহূর্তে গোটা পৃথিবীতে গোটা বাংলাদেশ যেন ভলান্টিয়ারিং এর অনন্য উদাহরণ।

একতা আর সহমর্মিতার সাথে বন্যার মতো দুর্যোগ যেন কেন ধূলিকণা।  জাতিসত্তা, ধর্ম, আঞ্চলিকতা, রাজনৈতিক, বিশ্বাসের বিভক্ত জাতি এখন সব ভুলে একতাবদ্ধ। একে অন্যকে বাচাঁতে বদ্ধপরিকর।ধারণা করা হচ্ছে এটা আমাদের স্বাধীন বাংলাদেশ।

যে অভ্যাসের কারনে মানুষের হায়াত কমে যায় !

বন্যার্থদের পাশে শায়েখ আহমাদুল্লাহ

Leave a Comment