স্বামীর হক আদায় নাকরার শাস্তি সম্পর্কে আলোচনা করা হবে…. আজ শুধুমাত্র স্ত্রীর স্বামীর অধিকার নিয়ে কিছু কথা: মহানবী সা: বলেছেন, স্বামী যখন তার স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহব্বান করবে,
যে যেন স্বামীর কাছে অত্যান্ত দ্রুত চলে আসে। এমনকি সে রান্না ঘরে রুটি বানানো কাজে ব্যস্ত থাকলেও। ( সুনানে তিরমিজি ১১৬০ ছহীহুল জামে৫৩৪) স্বামীর হক আদায়
মহানবী সা: বলেছেন, যে স্ত্রী স্বামীর ডাকে সাড়া না দেয় এবং স্বামী রাগান্বিত অবস্থায় সারারাত একাকী কাটায়, সে স্ত্রীর উপর ফেরেস্তারা সকাল পর্যন্ত লানত দিতে থাকে। ( ছহীহুল বুখারী ধারী ৫১৯৩, সুনানে আবু দাউদ ২১৪১)স্বামীর হক আদায়
মহানবী সা: বলেছেন, তিন ব্যক্তির নামাজ তাদের মাথা অতিক্রক করে না বা কবুল করে না। তন্মধ্যে একজন হলের অবাধ্য স্ত্রী যে স্বামীর ডাকে সাড়া দেয় না এবং স্বামী রাগান্বিত অবস্থায় ঘুমায়। ( তাবরানী ১০৮৬, সুনানে তিরমিজি ৩৬০, হাকেম )
মহানবী সা: বলেছেন, স্বামীর অনুমতি ব্যতিরেখে নফল রোজা রাখা যাবে না এবং স্বামী অপছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবে না। (ছহীহুল বুখারী ৫১৯৫, সহীহ মুসলিম ২৪১৭, দারেমী ১৭২০, সিলসিলা আহাদিসুস ছহীহা ৩৯৫)
মহানবী সা: বলেছেন, পরকালে আল্লাহপাক স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে তাকাবেন না। (নাসাঈ ৯১৩৫, বাযযার ২৩৪৯, তাবরানী হাকেম ২৭৭১)
মহানবী সা: বলেছেন, কোনো স্ত্রীর যদি স্বামীর অধিকার সম্পর্কে
জানতো, দিনে বা রাতের খাবার শেষ করে স্বামীর পাশে সারাক্ষণ দাড়িয়ে থাকতো। ( ছহীহুল জামে ৫২৬৯, তাবরানী)
*** হে রব্বুল আলামিন আল্লাহ সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন******।