হারানো সোয়েটার ফিরেপেলেন পলক

হারানো সোয়েটার ফিরেপেলেন পলক,,,,হারানো সোয়েটার ফিরেপেলেন পলক কিন্তু কিভাবে কি ঘটেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে….. বিস্তারিত পড়ুন….. আমাদের ইউটিউব চ্যানেল


অবশেষে পাওয়া গেল পলকের হারিয়ে যাওয়া সোয়েটার। হারিয়ে যাওয়া সোয়েটার কোথায় ছিল বা কিভাবে খুজে পাওয়া গেল? দুটি সোয়েটার হারিয়ে গিয়েছিল বলে দাবি করেছিলেন আওয়ামী লীগের শাসনামলে তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দাবি করেছিলেন জামাকাপড় না থাকায় আগামী শীতে অসুবিধায় পড়তে হবে। তাই কারাগারে থাকতে হলে সোয়েটার  জোগাড় করতে হবে বলে জানিয়েছে জানিয়েছেন তিনি। in short

সোয়েটার হারানোর কথা গণমাধ্যমকে জানিয়েছেন তার আইনজীবীও। গত ২১ শে এপ্রিল সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন সিএমএম আদালতে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসব অভিযোগ তোলেন। তবে সোমবার বিকেলেই তার সোয়েটার খুঁজে পাওয়া গেছে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে। in short

আব্দুল্লাহ আল মামুন সোয়েটার খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন। কারাগারে থাকা তার বেশ কিছু জামা কাপড় পাওয়া গেছে বলে জানিয়েছে খোঁজ নিয়ে জানা গেছে পলকের সোয়েটার সহ শীতের কারাগারের স্টোর রুমে জমা আছে। সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে এসেছিলেন তখন পলক শীতের কাপড় তার স্ত্রী কারাগারে দেওয়ার জন্য নিরাপত্তা রক্ষির কাছে দিয়েছিলেন। in short

কিন্তু কারারক্ষীরা তার কাপড় দিতে ভুলে গিয়েছিলেন। এদিকে আইনজীবী ফারজানা ইয়াসমিন গণমাধ্যমে দাবি করেন তার মক্কেল ডিসিশনের সুযোগ পাচ্ছেন না। কিন্তু কারা তত্ত্বাবধায়ক জানান পলক প্রথম শ্রেণীর কারা পন্থী হিসেবে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। তার আইনজীবীর বক্তব্য সঠিক নয়।

হাসির কারণে পারভেজের মৃত্যু

Leave a Comment