রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি ছিলেন।বিশ্বসাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর হলেন প্রথম সারির একজন অন্যতম কবি। তিনি একসঙ্গে একজন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, দাশনিক ও সুরকার ছিলেন।
তিনি ১৮৬১ সালের মার্চ মাসে সম্ভ্রান্ত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। গৃহশিক্ষা শেষ করার পর , তাকেঁ বিদ্যালয়ে পাঠানো হয়। কিন্তু তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা পছন্দ করতেন না। সুতরাং, তাঁর যথাযথ শিক্ষা গ্রহণের জন্য বাসায় ব্যবস্থা করা হয় তাঁর তের বছর বয়সে রবীন্দ্রনাথ তার পিতা সাথে হিমালয় ভ্রমণে যান। সতেরো বছর বয়সে আইন বিভাগে পড়াশুনা করার উদ্দেশ্যে তাঁকে লন্ডন পাঠানো হয় । কিন্তু তিনি কয়েক মাসের জন্য অধ্যাপক হেনরি মোরলীর কাছে সাহিত্য পড়াশুনা করেন এবং এর দেশে ফিরে যান।
মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। তিনি পনেরো বছর বয়সে বনুফুল নামক কাব্যিক উপন্যাস লিখেন। ষোল বছর বয়সে, তাঁর কবিতা এবং রচনা সমূহ পত্রিকায় প্রকাশ হয়। ইংল্যান্ড থেকে ফিরে এসে তিনি ক্লান্তিহীনভাবে সাহিত্যের সকল শাখায় লেখালেখি শুরু করেন।
১৯১১ সালে তিনি গ্রীতাঞ্জলি কাব্য গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন যার জন্য তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কারে সর্বোচ্চ সম্মানে ভূষিত হন।
নোবেল পুরস্কার পাওয়ার এক বছর পর তাঁকে বৃটিশ সরকার নাইট উপাধি দেন যা তিনি জোওয়ালিনবাগে বৃটিশ সরকারের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ প্রত্যাখ্যান করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ১৯৪০ সালে তাকে ডক্টর অব লিটারেচার খেতাবে সম্মানিত করেন । ১৯২১ সালের প্রথম দিকে , তিনি বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৮০ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিশ্বাস ত্যাগ করেন।