কোন ধরনের আচরণ করলে নির্বাচনী আচরণ লঙ্ঘন হয়?

যেসব আচরণ করলে নির্বাচনী আচরণ লঙ্ঘন হয় তা নিচে দেওয়া হল=

১. নির্ধারিত নির্বাচনি ব্যয়- এর বিধান লংঘন করা।

২. ঘুষ গ্রহণ করা।

৩. জাল ভোট দেওয়া বা ছদ্ম নামে ভোট দেওয়া।

৪. নির্বাচনে অসংগত প্রভাব খাটানো, জোর জবরদস্তি করে ভোট আদায় করা বা ভোটদানে বাধা সৃষ্টি করা।

৫. প্রার্থী বা তার আত্মীয়-স্বজনের চরিত্র সম্পর্কে মিথ্যা বলা।

৬. কোন প্রার্থীর প্রতীক সম্পর্কে মিথ্যা বলা।

৭. বেআইনি আচরণ করা।

৮. জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি কারণে কোন প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোট দান সম্পর্কে বলা।

৯.  ভোট কেন্দ্রের কোন ভোটারকে ভোট না দিয়ে যেতে বাধ্য করা।

১০.  কোনো প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার সম্পর্কে মিথ্যা বলা।

১১. কোন প্রার্থীকে সমর্থন বা বিরোধিতার জন্য যানবাহন দিয়ে সাহায্য করা।

১২. এছাড়া ইচ্ছাকৃতভাবে ব্যালট পেপার বা ব্যালট বক্স নষ্ট করা, কেন্দ্র হতে অন্যত্র নিয়ে যাওয়া, ব্যালট পেপার বা সরকারি মার্কা জাল করা, ভোটকেন্দ্র দখল এবং ভোট প্রক্রিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করাও গুরুতর নির্বাচনী অপরাধ। সভা ও মিছিলের ওপর আরোপিত নিষেধ লঙ্ঘন দুর্নীতিমূলক অপরাধ

http://রাজনৈতিক দল বলতে কি বুঝ?

http://বিশ্বের স্বাধীন তিন রাষ্ট্র

http://বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন প্রক্রিয়া কি?

Leave a Comment