বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন প্রক্রিয়া কি?

বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন প্রক্রিয়া সমূহ হল-বাংলাদেশের আইন সভার জাতীয় সংসদ । সংসদ নির্বাচনের সুবিধার জন্য সমগ্র বাংলাদেশকে ৩০০ টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং একই সাথে নির্বাচনে তাফসিল ঘোষণা করেন। নির্বাচনের সময় রাজনৈতিক দলের মাধ্যমে প্রার্থীরা প্রাথমিকভাবে মনোনীত হন। প্রধানত রাজনৈতিক দলের মনোনয়ন নিয়েই প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দিতার সুযোগ পান।

নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনি তাফসিল ঘোষণার পরেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত কাজকর্ম শুরু হয়। এ  কাজের তালিকার মধ্যে আছে- ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী এলাকা নির্ধারণ, রিটার্নিং অফিসার নিয়োগ, মনোনয়নপত্র বিতরণ, মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই।  প্রার্থীদের প্রতীক বন্টন, ব্যালট পেপার ছাপানো, ভোট কেন্দ্র নির্ধারণ ও ব্যবস্থাপনা করা, প্রিজাইডিং, সরকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ করা, ব্যালট  বাক্স বিতরণ করা, ভোট গ্রহণ, ভোট শেষ ভোট গণনা এবং ফলাফল ঘোষণা অর্থাৎ নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ নির্বাচন প্রক্রিয়ার অংশ। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং নিয়ন্ত্রণে এসব কাজ সম্পাদিত হয়।

http://বিশ্বের স্বাধীন তিন রাষ্ট্র

http://হেলেন কেলার এর গল্প

http://নোবেল পুরস্কার কি?

Leave a Comment